মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ‘বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের নৌ-কমান্ডো অভিযান’ ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পটির ওপর একটি সভা রবিবার সংসদ ভবনে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‘অপারেশন জ্যাকপট’ বিষয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কীভাবে নির্মিত হবে, দেশি-বিদেশি কোন কোন ব্যক্তি এই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং চলচ্চিত্রটিতে কোন কোন বিষয় তুলে ধরা হবে- এসবের ওপর একটি ভিডিও সভায় উপস্থাপন করা হয়। সভায় আগামী ১৬ আগস্ট চলচ্চিত্রটি নির্মাণের ওপর একটি মহরত অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম সভায় উপস্থিত ছিলেন। নৌ-পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
Share Button