সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দুঃস্থ্য অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা সংলগ্ন সংস্থার কার্যালয়ে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ফিরোজ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, এসআই আফতাব হোসন, এসআই মাসুদ, সাংবাদিক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনির, সাধারন সম্পাদক মশিউর রহমান, সহ-সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক এসএম ইব্রাহীম হোসাইন লেবু, এমএ মান্নান, জাকারিয়া জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, সোলায়মান হোসেন হরেক, ইসমাইল হোসেন রাশেদ, রব্বানী সরকার প্রমুখ। এসময় অর্ধ শতাধিক দুঃস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, তৈল, সাবান, নগদ টাকা বিতরন করা হয়।

Share Button