পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি॥
আজ সোমবার সকালে ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকা থেকে ১ কেজি সোনাসহ সোহেল রানা (২৪) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।  সোহেল  উপজেলার চেঁচড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ ছেলে।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, সোমবার বেলা ১১ টায় কয়া সীমান্তের ২৮৩/২৩ সীমানা পিলার এলাকা থেকে ভারতে পাচারের সময় সীমান্তে দ্বায়িত্বরত বিজিবির সদস্যরা সোহেলকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১০ টি সোনার বার উদ্ধার করা হয়।
অপর দিকে সোমবার ভোর রাতে ভারত থেকে দেশে প্রবেশের সময় বিপুল পরিমানের উন্নত মানের ভারতীয় শাড়ি-কাপড়  উদ্ধার  করে। যার সিজার মূল্য ১৩ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।

Share Button