চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জজ লিয়াকত আলী মোল্লা, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্জ ব্রি. জেনারেল মো. এনামুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তফা কামাল, সাবেক এমপি জিয়াউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল রাশেদ আলী, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ কমান্ডার স্কোয়াডান সাইদ আবদুল্লাহ আল মুরাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, স্থানীয় সরকারের উপ-রিচালক ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলীসহ অন্যরা।

Share Button