চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়স্থ লাক্সারিয়াস বিজনেস বুটিক হোটেল “স্কাই ভিউ ইন্” এর ‘পার্টি সেন্টার’ শিক্ষার্থীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি নয়ন কুমার রাজবংশী, সদর এসিল্যান্ড মোঃ মাসিদুর রহমান মাসুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, খাদিজা বেগম, ইকবাল হোসেন, নাজিবুল আলম। উপস্থিত ছিলেন শিক্ষার্থী মাসুদ আহমেদ উল্লাস, মোঃ ফয়জুল ইসলাম, মোঃ সায়েম, মোঃ সজিবসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী প্রায় ৩৫ জন। সভার শুরতে সকলে কুশলাদী আদান প্রদান শেষে শিক্ষার্থীদের বর্তমান অবস্থান বিষয়ে সভায় অবহিতকরণ করা হয়। শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Share Button