ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে পৌর-সভার তালতলা মহল্লায় এক প্রতিবন্ধী তরণীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক মোঃ নজির শেখ (৭৫) নামে একজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল দিনগত রাতে পৌরসভার তালতলা এলাকার মোঃ মামুন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া এক প্রতিবন্ধীকে ধর্ষণের  ঘটনায় ঘটে।
ধর্ষক মোঃ নজির শেখের বাড়ী গোপালগঞ্জ জেলার মোকছুদপুর থানার জাউচা গ্রামের মৃত করিম শেখের ছেলে।
এই বিষয়ে প্রতিবন্ধী শিশুর মা জানান,আমার প্রতিবন্ধী মেয়েকে বাসায় রেখে প্রতি দিনের ন্যায় কাজের জন্য বাইরে যায়। প্রতিদিনের মত কাজ শেষ করে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। এই সময় ঘরের দরজা খুলার আগেই ঘর থেকে আমার মেয়ের ডাকচিৎকার শুনতে পায় সাথে সাথে দৌড়িয়ে গিয়ে দেখি ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ আছে। তখন পাশের জানালা দিয়ে ছোট একটি ছিদ্র মাঝে দেখতে পায় একজন বয়স্ক লোক জোর করে আমার মেয়েকে ধর্ষন করছে। তখন আমি নিজে চিৎকার করলে আশে পাশের লোকজন সুটে এসে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতওে ঢুকে ঐ বৃদ্ধকে হাতে নাতে আটক করে পরে ঐ বৃদ্ধ কৌশলে ছটকে পড়ে।
এই বিষয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু সাইদ জানান,ঐ শিশুর পরিবারের ও এলাকাবাসির কাছে বিষয়টি শুনে বৃদ্ধকে আটকের জন্য লোক নিয়োগ করি এবং আইনের সাহায্য নিয়ে পুলিশ দিয়ে তাকে আটক করি।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) ভজন রায় জানান, অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছি। তার বিরুদ্ধে ধর্ষন আইনে একটি মামলা হবে। তবে ভিকটিম আমাদের জিম্মায় আছে তাকে মেডিকাল পরীক্ষার জন্য পাঠানো হবে।

Share Button