সারাদেশ | তারিখঃ জুন ১৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 534 বার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে প্রায় ১০ হাজার মানুষকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির। রোববার(১০ জুন) বিকালে গোপালপুর সরকারি সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতাকর্মীসহ গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, গ্রামবাসী ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। ওই ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ, টাঙ্গাইল সহ বিভিন্ন পৌরসভার মেয়র, জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
Leave a Reply