পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (১৭) এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বুধবার রাতে পীরগঞ্জে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ঐ ছাত্রীর পিতা আজিজুর রহমান বাদী হয়ে এ মামলা করে।
মামলার বাদী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈরচুনা গ্রামে হাসকিং মিল ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে জাহিদুল বিয়ের প্রলোভন দিয়ে গত ৮ জুন বৈরচুনা সরকারপাড়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও দক্ষিণ মাধবপুর গ্রামের আজিজুর রহমানের কন্যাকে তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এতে বুধবার রাতে ঐ ছাত্রীর পিতা আজিজুর রহমান বাদী হয়ে পীরগঞ্জে থানায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী জানান, বৃহস্পতিবার ঠাকুরগাঁও হাসপাতালে ভিকটিমের ডাক্তরী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Share Button