• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:

তানোরে এমপি ফারুকের ইফতার ও গণসংযোগ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

তানোর প্রতিনিধি॥
রাজশাহীর তানোরের সরঞ্জাই ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। চলতি বছরের ১৩ জুন বুধবার সরঞ্জাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে সরঞ্জাই সরকারপাড়া স্কুল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বজ্রকন্ঠের অধিকারী যুবলীগ নেতা শফিকুল সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কামারগাঁ ইউপির (সাবেক) চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম,যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, মাকসুদুজ্জামান ওরফে টুটুল, কেরামত আলী, সৈনিক লীগ নেতা বদিউজ্জামান নয়ন, তানভির রেজা ও মোর্শেদুল মোমেনিন রিয়াদ প্রমূখ।
প্রধান বক্তা বলেন, আপনারা এখন সূখে-শান্তিতে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন, নেই অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ বা পেট্রলবোমা হামলার আতংক। আর সমাজের এই শান্তিপূর্ণ অবস্থান ধরে রাখতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় রাখতে হবে এর কোনো বিকল্প নাই। তিনি বলেন,রাজশাহী-১ আসনে আবারো নৌকার মাঝি হচ্ছেন এমপি ফারুক চৌধূরী এবিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই দলের নীতিনির্ধারক মহল থেকে এমনটি জানানো হয়েছে। তিনি বলেন, নেতার অনেক ভূল-ক্রটি থাকতে পারে এটা স্বাভাবিক আর আমি,আপনি আপনারা কেউ ভূল-ক্রটির উর্ধ্বে নয়, যদি ভূল-ক্রটি থাকে তবে সেটা শোধরানোর সুযোগ দিতে হবে। নেতার ওপর অভিমান করে তাকে শাস্তি দিয়ে গিয়ে কোনো ভাবেই দলের প্রতি বা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে শাস্তি দেয়া যাবে না। তিনি বলেন, দেশেল উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত রেখে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন ও দেশকে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আর তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকার মাঝি ওমর ফারুক চৌধূরীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে প্রমান করতে হবে তানোর-গোদাগাড়ীর মাটি এমপি ফারুক চৌধূরী তথা নৌকার ঘাঁটি। তিনি বলেন, এমপি ফারুক চৌধূরী একদিনের সৃষ্টি নয় সেই ২০০০ সাল থেকে তিনি তার রাজনৈতিক দূরদর্শীতা, মেথা ও দক্ষতা দিয়ে রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের আজকের এই অবস্থান তৈরী করেছেন। তিনি বলেন, যেই গাছ যত বড় তার কাঠ ততো মূল্যবান, ছায়া ততো বড় এবং ফল বেশী দেয়। কাজেই বিশ বছর বয়সের গাছ রেখে নতুন গাছ লাগিয়ে ফল প্রত্যাশা কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ কখনই করে না। তিনি আবারো সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জনিয়ে বলেন, সাধারণ মানুষ ও আমাদের ভালো থাকতে আবারো ওমর ফারুক চৌধূরীকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করা হবে ইনশাল্লাহ। এদিকে ইফতার ও নামাজ শেষে এমপি ফারুক চৌধূরী সরকারপাড়া এলাকায় গণ-সংযোগ করেছেন। এ সময় তিনি সরকারপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং  বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা বিনিময় করেন এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ও উন্নয়ন অর্জন তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ