বাগেরহাটের প্রতিনিধি॥
বাগেরহাটের শরণখোলা উপজেলার ২নম্বর খোন্তাকাটা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নাধারণ সদস্য পদের উপ-নির্বাচন ২৫ জুলাই। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন গাজী নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থার করায় আসটি শূণ্য গোষনা করে উপজেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার যৌথ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এতথ্য জানা যায়।উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৫ অনুযায়ী আসনটি শূণ্য ঘোষনা করে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফশিল অনুযায়ী ২৪ জুন মনোনয়ন পত্র দাখিল, ২৬ জুন যাচাইবাছাই, ৩ জুলাই প্রার্থীতা প্রত্যাহার এবং ২৫ জুলাই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ##

Share Button