পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুড়াল স্থাপনে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে পৌরশহরের পূর্বচৌরাস্তা মোড়ে এ ভিত্তি প্রস্তর যৌথভাবে স্থাপন করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমরামুল হক, সহ সভাপতি বসির উদ্দিন চৌধুরী বিশু ও শামিমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক কশিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, মোজাহারুল ইসলাম ও শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খাঁন, পৌর যুবলীগ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, জাসদ সভাপতি দীপেন রায়, যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা, সম্পাদক নুরে আলম সিদ্দিক দুলাল, যুবলীগের সাবেক সভাপতি শাহজাহান আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নূর নবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল হক, ছাত্রলীগ সভাপতি কায়সার আল আবেদীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি নসিব ই খোদা তমাল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিগান আলী, সম্পাদক নবাব হোসেন প্রমূখ।

Share Button