চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-১৯৯৮ এর উদ্যেগে অত্র ইউনিয়নের জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থী ও ঐ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬ জন শিক্ষক কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর মোঃ আমিনুল হক।বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দেবীনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আ. ক. ম সাহেদুল আলম বিশ্বাস,দেবীনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জাব্বার। এস.এস.সি  ব্যাচ-১৯৯৮ ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন  চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ, সোনালী ব্যাংক ভোলাহাট শাখার সিনিয়র অফিসার মোঃ নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম, মোঃ শরিফ আলী, মোঃ ইসমাইল হোসেন সহ এস.এস.সি ব্যাচ-১৯৯৮ সালের ছাত্র-ছাত্রী ও ঐ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সংবর্ধনা শেষে ঈদের আনন্দ উপভোগ করেন বিভিন্ন গান কৌতুক, একক অভিনয় সহ নানান আয়োজনের মধ্যদিয়ে।

Share Button