সারাদেশ | তারিখঃ জুন ১৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 203 বার

বাগেরহাট প্রতিনিধি॥
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে উপকূলীয় বাগেরহাটের শরণখোলা। ব্রাজিল আর আর্জেনটিনা এই দুই দলের সমর্থকদের মধ্যে কে কতো বড় র্যালি, পতাকা, ব্যানার, ফেসটুন করতে পারে রীতিমতো তার প্রতিযোগীতা চলছে। রবিবার বিকেলে সাড়ে ৫টায় ব্রাজিলের প্রথম খেলাকে কেন্দ্র করে এর সমর্থকরা এক বর্ণাঢ্য র্যালি করে। ড্রাম, বিউগালের শব্দ আর শ্লোগানে মুুখোর করে তোলে পুরো এলাকা। র্যালি শেষে শরণখোলা প্রেসক্লাব চত্বরে আনন্দ সভায় মিলিত হয় তারা। সেখানে বক্তৃতা করেন ব্রাজিল সমর্থগোষ্ঠীর আহবায়ক গোলাম মোস্তফা মধু, পৃষ্ঠপোষক জেলা যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, মো. নূরুল ইসলাম যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন প্রমূখ।
Leave a Reply