সারাদেশ | তারিখঃ জুন ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 212 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে, “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হ’ল, তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ”।সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে এক আলোচানসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টি, এম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন সাইফুল ফেরদৌস মোঃ খায়রুল আতাতুর্ক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাঃ দাউদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহকারি পরিচালক আলমগীর হোসেন। বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে মাদকাসক্তের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ তরুণরাই আগামী দিনের সমাজ গড়ার হাতিয়ার। যাতে তারা ্িবপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা আরো বলেন, যেভাবে মাদক স্রোতের মত ভেসে আসছে, এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক অন্দোলন গড়ে তুলতে হবে।
Leave a Reply