সারাদেশ | তারিখঃ জুন ২৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 203 বার

পাবনা প্রতিনিধি॥
পাবনায় নিখোঁজের তিনদিন পর বড়াল নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ হোসেন জেলার ফরিদপুর উপজেলায় নেছড়াপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সে পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিল।
ফরিদপুর থানার ওসি (তদন্ত) মফিজুল হক জানান, বুধবার সকাল ১১ টার দিকে বড়াল নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে নিখোঁজ আরিফের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি আরিফের বলে সনাক্ত করেন।
ওসি আরো জানান, গেল রবিবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল আরিফ। কারা কি কারনে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply