পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে পল্লী কবিতা আবৃতি, বির্তক প্রতিযোগিতা ও প্রতিবেদন লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ চত্বরে কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফে) ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজন করে। অনুষ্ঠানে স্বত:স্ফূর্তভাবে প্রতিযোগীতায় অংশ নেয় উপজেলার ৮টি বিদ্যালয়ের ৩’শ এর অধিক শিক্ষার্থী। প্রতিযোগীতায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা আর উচ্ছাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার আব্দুর রহিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, লোহাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর আলম, ইএসডিও প্রতিনিধি লাল বাবু ও সুজন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতাগুলোতে বিচারক হিসেবে ছিলেন- পীরগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার আব্দুর রহিম, পীরগঞ্জ মেহের এলাহী,  পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।

Share Button