সারাদেশ | তারিখঃ জুন ২৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 237 বার

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনার উদ্দেশ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণ চেস্টার মিথ্যা অভিযোগ উঙ্খাপনের অভিযোগ উঠেছে। তানোরের পাঁচন্দর ইউপির কোয়েলহাট লারামপুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তানোরের কলমা ইউপির বলদিপাড়া এলাকার জামাল উদ্দীন (ছদ্দনাম) তার প্রতিপক্ষ কোয়েলহাট লারামপুকুর এলাকার নুরুল ইসলামকে ফাঁসিয়ে বসে আনার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেস্টার গল্প তৈরী ও অভিযোগ করা হয়েছে। অথচ এই জামাল মাত্র এক সপ্তাহ আগে তার ভাইয়ের নারী কেলেঙ্কারির ঘটনায় ৭০ হাজার টাকা জরিমানা গুনেছেন। আর সেই টাকা উঠিয়ে নেয়ার উদ্দেশ্যে এবার নিরহ নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষল চেস্টার এমন নাটক সাজিয়েছে। এই জামাল হচ্ছেন এলাকার চিহ্নিত টাউট তার কাজ হচ্ছে সাধারণ মানুষকে বিপদে ফেলে সালিস দরবারের জরিমানা আদায় করা। আর এ কাজে তাকে সহায়তা করতে তার নিজস্ব বাহিনী রয়েছে। এক কথায় বলতে গেলে জামালের দৌরাতেœ্য সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
গতকাল বুধবার সরেজমিন, কোয়েলহাট ও বলদিপাড়া এলাকায় গিয়ে সাধারণের সঙ্গে কথা এমন অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে জানা গেছে। তানোরের কোয়েলহাট আদর্শ কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধি লফির উদ্দীন বলেন, নুরুল ইসলাম একজন বয়োবৃদ্ধ ও সজ্জন ব্যক্তি এটা এলাকার সবাই জানেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট এটা এলাকার সকল মানুষ বলবে। এব্যাপারে এলাকাবাসি সরেজমিন অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply