চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর হার্টিকালচারে রোপা আপন ধানের চাষাবাদের কৌশল এবং বিনা উদ্ভাবিত আমন ধানের জাত সমূহের পরিচিতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিনা উপকেন্দ্রের হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর আয়োজনে ও বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ ও উপকেন্দ্রের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এ বি এম শফিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মুনজুরুল হুদা।  বিশেষ অতিথি ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ হার্টিকালচার সেন্টার এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইদুর রহমান,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর ফিরোজ। প্রশিক্ষণ কর্মশলায় বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।

Share Button