সারাদেশ | তারিখঃ জুন ২৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 177 বার

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি ও মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলী বাবু ঋণ পুঃতফসিলকরণ এবং আরোপিত সুদ ও মাসিক কিস্তি সমন্বয় করার সুযোগ দানের আবেদন সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না এমনকি সেই সুযোগ না দিয়ে ব্যাংক কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে ব্যাংকের কাছে বন্ধক রাখা প্রায় চার কোটি টাকা মূল্যর সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আইনগত সুণ্ঠু তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট করলে আদালত নিলাম পক্রিয়া এক মাসের জন্য স্থগিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কিšত্ত তা স্বত্বেও উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘন করে নিলাম পক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে, ব্যাংক কর্তৃপক্ষের দাবি তারা যথাযথ নিয়মানুসারে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে,তবে ঋণ গ্রহীতার দাবি বাংক ম্যানেজারের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধের জের ধরে তিনি ক্ষমতার অপব্যবহার করে তাকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এমন নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা অনৈতিক। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়।
ব্যাংক কর্তৃপক্ষের কাছে ঋণ গ্রহীতা মোহাম্মদ আলী বাবুর করা আবেদন সূত্রে জানা গেছে, উত্তরা ব্যাংক লিমিটেড সাহেব বাজার, রাজশাহী শাখা থেকে মোহাম্মদ আলী বাবু ২০১৬ সালের আগস্টে মেসার্স মোল্লা ট্রেডার্সের নামে ৬০ লাখ টাকা সিসি (হাইপো) ঋণ গ্রহণ করেন। ওই সময় ব্যাংকের নামে তিনি স্থাবর ও অস্থাবর মিলে প্রায় চার কোটি টাকা মূল্যর সম্পত্তি বন্ধক রেখে জামানতের শর্ত মেনে ঋণ গ্রহণ করেন। সেই ঋণের মেয়াদ গত বছরের ৩১ জুলাই উত্তীর্ন হয়। কিšত্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে ঋণটি তফসিল ভুক্ত করতে পারেন নি তবে ব্যাংকের সুদের টাকা পরিশোধ করেছেন মোহাম্মদ আলী। অথচ ঋণ তফসিলভুক্ত করার জন্য তিনি বারবার আবেদন করেও ব্যাংক কর্তৃপক্ষের কাছে থেকে সাড়া পাননি। এর পর ব্যাংকের পাওনা প্রায় সাড়ে ৬৪ লাখ টাকা পরিশোধের জন্য ১৫ জুন সময় চেয়েও পাননি। তদুপরি ব্যাংক কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৬৭ লাখ টাকা পাওনা দাবি করে জামানতকৃত সম্পত্তি বিক্রির জন্য পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের (আহবান) সময়ে ঋণগ্রহীতাকে নোটিশ প্রদান করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একটি সূত্র জানায়, মোহাম্মদ আলীর কাছে থেকে বড় অঙ্কের আর্থিব সুবিধা দাবি করে না পাওয়ায় কতিপয় ব্যাংক কর্মকর্তা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অনুসন্ধান করলেই এর সত্যতা পাওয়া যাবে। এব্যাপারে উত্তরা ব্যাংক লিমিটেড সাহেব বাজার রাজশাহী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) তৈমুর রহমান নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, উচ্চ আদালতের কপি হাতে পেলে নিলাম স্থাগিত করা হবে। তবে ঋণ পূণঃতফসিল করার বিষয়টি তার এখতিয়ারের বাইরে। এ নিয়ে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
Leave a Reply