কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ২৮ জুন সকালে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে সোপর্দ করে পুলিশ।
বুধবার গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের মোজাহার আলী(৪৭) তার স্ত্রী সাহিদা বেগম(৪২), ছেলে শাহিন(১৭), সাজিদুল(১৪), ইব্রাহিম(৭),পূর্ব রাবাইতারী গ্রামের আমিনুল ইসলাম(৩৭), তার স্ত্রী খাদিজা বেগম(৩০), মেয়ে আর্জিনা(১২), আকলিমা(৯), ফাতেমা(৫), ঘুঘুরহাট দোলাটারী গ্রামের সুফিয়া বেগম(৩৪), তার ছেলে সুজন(৫), ভাই সবুজ(১৮), জেলার নাগেশ্বরী উপজেলার ধনীগাগলা গ্রামের আলীম(৩৪), তার স্ত্রী আছমা(৩১) ছেলে আলামিন(১০) আলীফ(৪) ও একই উপজেলার স্কুলেরহাট গ্রামের আম্বিয়া(৩২) তার মেয়ে খুশি(৬)।

এ ব্যাপারে  লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। (মামলা নং-৪১)

Share Button