বাগেরহাট প্রতিনিধি॥
আরটিভি ও ঢাকা ট্রিবিউনের বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার রাজধানীর সেগুন বাগিচার স্বাধীনতা হলে আগামী ২০১৮-২১ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এদিকে ওয়াইজেএফবি‘র বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সামছুর রহমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন, ওয়াইজেএফবি‘র বাগেরহাট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ বাকী তালুকদার, সহ-সভাপতি এস এম তাজ উদ্দিন, সহ-সম্পাদক আল-আমীন খান সুমন, অর্থ-সম্পাদক ইসরাত জাহান, নির্বাহী সদস্য লিটন সরকার, এস এস শোহান, আমিরুল ইসলাম বাবু, আবু সাঈদ শুনু, এস এম রাজ, জামাল হোসেন বাপ্পা, সদস্য- এইচএম মইনুল ইসলাম, সৈয়দ শওকাত হোসেন, খোন্দকার নিয়াজ ইকবাল, পার্থ চক্রবর্তী, সোহরাব হোসেন রতন, আব্দুল্লাহ আল ইমরান, ইমরুল কায়েস, মামুন আহম্মেদ, মীর জায়েসী আশরাফী জেমস, আরিফুর রহমান, মাহফুজুর রহমান খান, এ্যাড. কাজী ইয়াছিন, আসাদুজ্জামান মিলন, মশিউর রহমান মাসুম, এম এ সবুর রানা, জিএম মিজানুর রহমান, পংকজ মন্ডল, এম এম মফিজুর রহমান, মিলন শিকারী, কাজী মাহমুদুল কবির, রাকিবুল ইসলাম রাজ, আল-মুজাহিদ পিয়াল প্রমুখ।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, তরুণ সাংবাদিকদের দেশের সর্ববৃহৎ সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর নবগঠিত এই কমিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে।##

Share Button