উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শুক্রবার স্থানীয়  পৌর উন্মুক্ত মঞ্চে ৭৫ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৭শ ৫৭ টাকার বাজেট ঘোষনা করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। এ বাজেটে ৭৫ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৭শ ৫৭ টাকা আয় এবং ৭৫ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৭শ ৫৭ টাকা ব্যয় দেখানো হয়েছে। পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে বাজেট আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউসিক আহমেদ প্রমুখ।

Share Button