সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পানি সংকট দেখা দিয়েছে। এতে অপরিস্কার দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসাধীন রোগীদের। এ হাসপাতালের অব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ দায়ী বলে অভিযোগ করেছেন চিকিৎসা নিতে আসা রোগীদের।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরিষাবাড়ী ৫০ শয্যা হাসপাতালে পানি সরবরাহের পাওয়ার পাম্প প্রায় ১ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এ পানি সরবরাহ দীর্ঘদি ধরে বন্ধ থাকায় হাসপাতাল অপরিস্কার অপরিচ্ছন্নের কারণে দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। এতে কর্তৃপক্ষের উধাসিনতায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগেদের দুর্ভোগ চরমে উঠেছে।
নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালে কর্মরত এক দায়ীত্বশীল ব্যক্তি জানান, হাসপাতালের কর্মকর্তা ডা. কাজী এনামুল হক হাসপাতালে নিয়মিত আসেন না। তিনি টাঙ্গাইল সদরে বাড়িতে অবস্থান করে এবং একটি প্রাইভেট ক্লিনিকে নিয়মিত বসেন। সরিষাবাড়ী হাসপাতালে সপ্তাহে ১ দিন আসলেও ১ ঘন্টার বেশী অবস্থান করেন না তিনি। এ হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন জন্য জনবল ও অর্থ বরাদ্দ রয়েছে। ওই কর্মকর্তা হাসপাতালে সবাইকে কুক্ষিগত করায় বরাদ্দ অর্থের কোন হদিস নেই বলেও জানিয়েছেন তিনি।
নার্স সুপারভাইজার হামিদা খাতুন বলেন, হাসপাতালে পানি সরবরাহের পাওয়া পাম্প বিকল হওয়ায় দীর্ঘদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। যার কারনে হাসপাতালে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
কর্মকর্তা ডা. কাজী এনামুল হক বলেন, পাওয়ার পাম্প মেরামতের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা. মমতাজ উদ্দিন জানান. পাওয়ার পাম্প মেরামতের অর্থ রয়েছে কর্মকর্তা  ডা. কাজী এনামুল হকের কাছে। এ অর্থ ছাড় না দেয়ায় পাম্প মেরামত করা হচ্ছে না।

Share Button