সিংড়া (নাটোর) প্রতিনিধি॥
টিফিনের সময় দোকান থেকে কেনা তেতুল চাটনি খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ্য ওই শিক্ষার্থীদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়। শিক্ষার্থীরা হলো, নিংগইন নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মায়া, মানসুরা, ৪র্থ শ্রেণির বৃষ্টি,ফাতেমা, রোকসানা, রাসেল, আতিয়ারা, তামান্না, রাব্বানী, ৫ম শ্রেণির জাহাঙ্গীর।
শিক্ষার্থীর অভিভাবক আ: কাদের সহ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, প্রতিষ্ঠান থেকে খবর পেয়ে গিয়ে দেখি স্কুলের বারান্দায় বাচ্চারা অসুস্থ্য অবস্থায় পড়ে আছে। পরে ভ্যানযোগে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। টিফিনের পর স্কুলের পাশে আছিয়া বেগমের মুদিখানার দোকান থেকে ১টাকা দামের লিলি তেঁতুল চাটনি খাওয়ার পর থেকে বাচ্চারা অসুস্থ্য হয়ে পড়ে।
উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানিনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ওই শিক্ষার্থীগুলোকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়েছিল।

Share Button