তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে সম্পতি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারপিট ও তার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তানোরের পাঁচন্দর ইউপির বনকেশর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে নার্গিস পারভিন বাদি হয়ে ময়েজ উদ্দীনসহ ৪ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে আসামিদের গ্রেফতার না করায় তারা আরো বে-পরোয়া হয়ে উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোরের পাঁচন্দর ইউপির বনকেশর চকপাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে  গ্রামের মৃত জিয়ারতুল্লাহ-এর পুত্র ময়েজ উদ্দীন তার লোকজন নিয়ে নার্গিস পারভীন ও তার স্বামী ফারুক হোসেনকে বে-ধড়ক মারপিট করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মারপিটের এক পর্যায়ে তারা নার্গিসের শ্লীলতাহানিও করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাদের সাহায্যে এগিয়ে আসলেও তাদেরও বে-ধড়ক মারপিট করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে পুলিশ সেটা এজাহার হিসেবে গণ্য না করে সাধারণ ডায়েরী (জিডি-নং-৮৯৮) হিসেবে রেকর্ড করে আদালতের অনুমতির জন্য (প্রসিকেশন) আদালতে প্রেরণ করেছে। এদিকে জিডির খবর জানাজানি হলে জিডি তুলে নেয়ার জন্য আসামিরা আবারো নার্গিসের পরিবারকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে বলে বাদির পরিবার গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছে। এব্যাপারে তানোর থানার (ডিউটি অফিসার) দায়িত্বরত কর্মকর্তা বলেন, এবিষয়ে জিডি রেকর্ড করে প্রসিকেশনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে এলাকাবাসি সরেজমিন অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Share Button