সারাদেশ | তারিখঃ জুলাই ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 171 বার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে জয়পুরা পাল সি.এন,জি এর পশ্চিম পাশে ব্রিজের উপর ঢাকাগামী ভিলেজ লাইন(টাঙ্গাইল-জ ০৪-০১৩৫) বাসের সাথে বড় একটি কার্ভারভ্যানের( ঢাকা মেট্রো-ট ১৩০৪৪১) মুখমুখি সংর্ঘষে আহত হয়েছে কমপক্ষে অর্ধ শতাধিক নারী ও পুরুষ।
আজ সোমবার (০২জুলাই) সকাল ১২ ঘটিকার সময় ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পাল সি.এন.জি পাম্পের পশ্চিম পাশে এই দূর্ঘটনা ঘটে।
এই সময় আহতদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে আশেপাশের ভিবিন্ন প্রাইভেট ক্লিনিকে ও ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে আহতদেও মধ্যে পাঁচজনের নাম ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন, মানিকগঞ্জ জেলার হাটিপাড়া গ্রামের মোঃ শামছুদ্দিন (৭৫), মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মোঃ আবু নাইম (২৮), একই থানার মোঃ চাঁনমিয়া (৫৫), মানিকগঞ্জের মোঃ জিন্নত আলী (৪৪), মানিকগঞ্জের মালেকা বেগম (৭০), তবে এই রিপোট লেখা বাকিদের কার ও নাম ঠিকানা পাওয়া যায়নি।
এই ব্যাপারে ধামরাই থানার আফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল দিপু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জ গামী বড় একটি কার্ভারভ্যান জয়পুরা পাল সি. এন,জি এলাকায় পৌছালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন নামক বাসের সাথে মুখমুখি সংর্ঘষ হলে এতে ঘটনা স্থলে প্রায় অর্ধ- শতাধিক নারী-পুরুষ যাত্রী আহত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এতে প্রায় সাত কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়। ওসি নিজে রাস্তায় দাঁড়িয়ে দুই ঘন্টা চেষ্টা করে যানজট মুক্ত করে।
Leave a Reply