সারাদেশ | তারিখঃ জুলাই ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 176 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুপুর থেকে টানা বৃষ্টিতে জনজীবন যেন থমকে গেছে। বিকাল সাড়ে ৩ টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের নিমতলা মোড়, ম্যাথর পাড়া মোড়, ভেলুর মোড়, নিউমার্কেট এলাকা, ক্লাব সপিার মার্কেট, অক্ট্রয় মোড়, মহানন্দা স্ট্যান্ডসহ বিভিন্ন স্খানে বৃষ্টির পানি জমে যায়। স্কুল কলেজের ছেলে মেয়েদের ছুটি শেষে বাড়ি যেতে সমস্যায় পড়তে হয়েছে বৃষ্টির কারণে। অনেক ছাত্রছাত্রীকে বৃষ্টিতে ভিজেই যেতে দেকা গেছে। এ ছাড়া যারা কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছিলেন সে সব মানুষও পড়েছে সমস্যায়। দীর্ঘক্ষণ বৃষ্টি থেকে বাঁচতে অপেক্ষা করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তায় রিক্সা, অটো রিক্সা, যানবাহন চলাচলও কমে যায়। আষাড় মাসের এমন বৃষ্টি এবারি প্রখম টানা বর্ষিত হয়েছে।
Leave a Reply