সারাদেশ | তারিখঃ জুলাই ২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 161 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
সুপ্ত প্রতিভা ও মেধার বিকশিত রূপ জনকল্যাণে নিয়োজিত হোক-এ সেøাগানকে সামনে রেখে জেলার অন্যতম বিদ্যাপিঠ শাহনেয়ামতুল্লাহ কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনুষ্ঠানিকভাবে করণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সুলতানুল ইসলাম মনি উকিল স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক বজলার রহমান, প্রভাষক প্রশান্ত কুমার সাহা, প্রভাষক শাহ জামাল, প্রভাষক আজমল হোদাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক বিলকিস আরা ও নওসাবা নওরীন। কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষক ও সিনিয়রদের প্রতি সম্মান রেখে লেখাপড়ায় মনোযোগী হবার আহবান জানান অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ৪৭৮জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। পরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫টি বই ৫জনকে এবং কলেজ থেকে এ প্লাস পাওয়া ১জন শিক্ষার্থীকে ১ সেট পাঠ্যবই প্রদান করা হয়।
Leave a Reply