সারাদেশ | তারিখঃ জুলাই ৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 387 বার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে পৌর মেয়রের পরিচয় দিয়ে মাদরাসায় চাউল বরাদ্দ দেয়ার কথা বলে বিকাশে ২ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে জানান যায়। জানা যায়, পৌর এলাকার মরহুম বছির উদ্দিন হাফিজিয়া কওমিয়া মাদরাসার প্রধান শিক্ষকের মোবাইল ফোনে প্রতারক মোবাইলে মঙ্গলবার সকালে জানান, মাদরাসার উন্নয়নে পৌরসভা থেকে ২ টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। এর জন্য জরুরী ভিত্তিতে কাগজপত্র তৈরি করতে একটি মোবাইল ফোন (০১৭৬০-৬৭৯৪৯৩) নম্বর দিয়ে এতে বিকাশ মাধ্যমে ২ হাজার টাকা চাওয়া হয়। প্রতিষ্ঠান প্রধান মোবাইলে এ খবর জেনেই ওই বিকাশ নম্বরটিতে ২ হাজার টাকা পাঠান। এ টাকা পাঠানোর পর পৌর মেয়রের সঙ্গে এসে দেখা করলে তিনি যে প্রতালিত হয়েছেন তা প্রকাশ হয়। পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম তাৎক্ষনিক বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক ওয়ালে) পৌরবাসীদের এ ধরনের প্রতারনা থেকে সতর্ক থাকতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Leave a Reply