ভোলা প্রতিনিধি॥

ভোলায় বে সরকারী চ্যানেল এনটিভি’র ১৬ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবে ‘সময়ের সাথে আগামী পথে  ‘ এই স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রেসক্লাবের আহবায়ক এম এ তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন,দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকছুদুর রহমান, আর টিভির প্রতিনিধি অমিতাভ রায় অপু, একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, চ্যানেল আই এর প্রতিনিধি হারুন উর রশিদ, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, বৈশাখী টিভির প্রতিনিধি হোসাইন ছাদী, তৃতীয় মাত্রার প্রতিনিধি ইয়াছিনুল ঈমন উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের প্রতিনিধি রুবেল হোসেন, সাংবাদিক তৈয়বুর রহমান, সোলায়মান হোসেন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি এডভোকেট শাহিন কাদেরসহ ভোলার সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চায়লনা করেন এনটিভি’র স্টাফ রিপোর্টার আফজাল হোসেন।

Share Button