• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেলেন ১৩ মাদক ব্যবসায়ী

আপডেটঃ : বুধবার, ৪ জুলাই, ২০১৮

কুড়িগ্রাম প্রতিনিধি॥
জীবনে আর কখনো মাদকের ব্যবসা করবো না, মাদকের সংস্পর্শে যাবো না, যারা মাদক ব্যবসা করবেন তাদেরকে নিরুৎসাহী করবো ,আল্লাহ যেন সৎ পথে চলার দান করেন ,আল্লার ওয়াস্তে আমরা শপথ নিলাম । এমন কথা গুলো বলে প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেয়েছেন ১৩ মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার সন্ধ্যায় সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট এমএস উচ্চ বিদ্যালয়ের মাঠে শত শত মানুষের সামনে আটক ওই মাদক ব্যবসায়ীদের এমন শপথ পাঠ করান শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী। উপস্থিত ছিলেন লালমনিরহাট  বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও)গোলাম মোর্শেদ । এ সময় আর  উপস্থিত ছিলেন  শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার নুর-ই- আলম, কাশিপুর কোম্পানী কমান্ডার সহিত ইসলাম ,কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন,নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা,প্রাক্তন চেয়ারম্যান এন্তাজ আলী ,মনিরুজামান মানিক প্রমূখ।
গত মঙ্গলবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম ও কাশিপুর কোম্পানী কমান্ডার সহিত ইসলামের নেতৃর্ত্বে উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদেরকে পুলিশে সোপর্দ না করে প্রথমবারের জন্য সুযোগ দিয়ে ব্যবসার ছেড়ে দেয়ার উম্মুক্ত মঞ্চে এ শপথ নিয়ার ব্যবস্থা করে বিজিবি । তারা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭),ধর্মপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আক্কাছ আলী (৩৫),একই গ্রামের জয়নাল হকের ছেলে এরশাদুল হক (৩৩),আজিমের ছেলে শহিদুল ইসলাম (৩০) ঘুঘুর হাট গ্রামের জমসের আলীর ছেলে জিল্লু রহমান (৩৫) ও নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের  মৃত ইসলামের ছেলে মল্লিক হোসেন (৫০) এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বানিয়াটারী গ্রামের নুরজামালের ছেলে আলামিন (৩০),গজেরকুটি গ্রামের মৃত বরকত আলীর ছেলে আবদার আলী (৪০),খলিশাকোটাল গ্রামের মেহের আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯),পশ্চিমফুলমতি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৮) ও শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের রাজ মিয়ার ছেলে মানিক মিয়া (১৭),একই গ্রামের আশরাফ আলীর ছেলে সুরুত আলী (৩০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ