• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ অপরাহ্ন

উল্লাপাড়ায় ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া ঃ- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার দুপুরে একজন গ্রাম পুলিশ আব্দুল মমিন সাধারণ জনগনের সহযোগিতায় ২শ ১০ বোতল ফেনসিডিল আটকের পর পুলিশ তা উদ্ধার করেছে। তবে এর ব্যবসায়ী আব্দুর রশিদকে আটক করা যায়নি। উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের শাখা আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ দুপুর একটার দিকে প্লাষ্টিকের দুটি বস্তায় এ ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার পল্লীর পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চন্দ্রগাঁতী গয়হাট্টা এলাকায় বস্তা দুটি দেখে গ্রাম পুলিশ আব্দুল মমিনের সন্দেহ জাগে। সে বস্তা দুটি তল্লাশি করতে চাইলে আব্দুর রশিদ প্রাণ নাশের ধামকি দেয়। এ অবস্থায় গ্রাম পুলিশ আব্দুল মমিন এলাকার সাধারণ জনগনের সহযোগিতায় বস্তা দুটি আটক করে এর ভিতর ফেনসিডিল পায়। এ সময় আব্দুর রশিদ কৌশলে পালিয়ে যায়। আব্দুল মমিন বড়পাঙ্গাসী ইউনিয়নের একজন গ্রাম পুলিশ। উল্লাপাড়া মডেল থানা পুলিশকে এ খবর জেনে সেখান থেকে আটক ২শ ১০ বোতল ফেনসিডিল থানায় আনে। উল্লাপাড়া মডেল থানার এসআই নুরে আলমের নেতুত্বে এএসআই আব্দুল মজিদ ও এসআই মুবিনুল এ ফেনসিডিল উদ্ধার করে আনেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ