• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

তৌহিদ ইসলাম, ফরিদপুর:- জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সনাতনদী গ্রামের স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে নেতাকর্মীদের কালো ব্যাজ পড়িয়ে শোক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মেজর (অব.) আতমা হালিম।

এ সময়  জাফর মোল্লা, শফিকুর রহমান মিলন, হাবিবুর রহমান লুলু, আনিসুর রহমান, হাবিবুর রহমান এলাহী প্রমুখ।

পরে বাউশখালী দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি মেজর (অব:) আতমা হালিম বলেন, বঙ্গবন্ধু যেমন ইসলামী ফাউন্ডেশন গড়েছিলেন। তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন।

মেজর (অব.) আতমা হালিম দীর্ঘ ১৮বছর ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ফরিদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি বলেন, জননেত্রীর নির্দেশে এলাকার অসহায় মানুষের জন্য দীর্ঘ ১৮বছর ধরে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচনে অংশ গ্রহণ করব।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page