মোঃ নাদিম হোসেনঃ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে মাদক ও সন্ত্রাসে অতিষ্ঠ জনগন প্রতিকার চেয়ে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কমলাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো গ্রাম ঘুরে আবারো বিদ্যালয়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন স্থানীয় ছত্রাজিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শামীম রেজা, আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক, কমলাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা বেগম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদকসেবী ও সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে কমলাকান্তপুরের মানুষ। তারা বিদ্যালয়ে এসেও মাদক সেবন করে। এদের রুখতে না পারলে আরো খারাপ দিন অপেক্ষা করছে সামনে। আর তাই এলাকার জনগণ মাদক বিক্রেতা আবু, সেলিম, তাসির, দবির সহ এলাকার মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।