কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যায় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানন জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য রাশিয়া ও চীনকে দায়ী করার যে চেষ্টা যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা করছে, তা ভিত্তিহীন। বিবৃতিতে আরো বলা হয়, পরিস্থিতির আরো অবনতি হতে পারে এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে আমরা সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স¤প্রতি উত্তর কোরিয়া ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালায়। পিয়ংইয়ং ঘোষণা করে, যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া। দেশটির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও উত্তেজনা বেড়ে গেছে তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করল। এর আগে চীনও একাধিকবার বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের দায়িত্ব বেইজিং’র একার নয়। ওয়াশিংটন ও পিয়ংইয়ংকে উত্তেজনা প্রশমন এবং পরস্পরের উদ্বেগের জায়গাগুলোকে সম্মান জানানোরও আহŸান জানিয়েছে চীন। ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট চীনের কারণে হয়নি। সব পক্ষকেই এ সংকটের সঠিক অবস্থা অনুধাবন করতে হবে। আন্তর্জাতিক স¤প্রদায়কে সংকট সমাধানে চীনের প্রচেষ্টার স্বীকৃতি দিতে হবে। গত শুক্রবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করে উ. কোরিয়া। দেশটি দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। উ. কোরীয় নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ সতর্কবার্তা বলে উল্লেখ করেন। রয়টার্স।