• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

কক্সবাজারে অভিযান চালিয়ে ৪৫,৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট ০১ টি ট্রাকসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রাম অফিস॥
গত ১৫ জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১১ টার সময়ে র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ হতে একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছে। গোপন সংবাদ পাওয়ার সাথে সাথেই র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা বিসিক শিল্প এলাকা মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার তাৎক্ষনিক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোঃজসিম (২৮) (ড্রাইভার), পিতা- মৃত নুর আহম্মদ, গ্রাম- সওদাগর পাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং মোঃ আলম (৪৮), পিতা- মৃত ঠান্ডা মিয়া, গ্রাম-ডেমুশিয়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, বর্তমান ঠিকানা- দোয়াপালং ডানপাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার নামের ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় আসামী মোঃ সেলিম (৩৫), পিতা- অজ্ঞাত, গ্রাম- কচুবুনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪৫,৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত ট্রাকটি (ঢাকা মেট্রো-ড ১১-৭৫২১) জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশি করে ০২ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে টেকনাফ হতে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০২ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, পিপিএম ।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page