মুক্তামণির আবারও অস্ত্রোপচার করা হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৯টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এরপর অস্ত্রোপচার শুরু হয় বলে জানা গেছে।

এর আগে ২৯ আগস্ট প্রচণ্ড জ্বরের কারণে মুক্তামণির অস্ত্রোপচার পুরোপুরি সম্পন্ন করতে পারেননি চিকিৎসকরা। প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই কক্ষ থেকে তাকে বের করতে বাধ্য হন চিকিৎসকরা।

উল্লেখ্য, প্রথমে মুক্তামণির এ রোগটিকে বিরল রোগ বলা হলেও বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে।

পরে ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামণির অস্ত্রোপচার শুরু করে ৩০ সদস্যের একটি চিকিৎসক দল। সেই সময় অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেয়া হয়।

Share Button