ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জন্য তিনজন প্যানেল মেয়র মনোনীত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।

সোমবার এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্যানেল মেয়ররা হলেন- ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওসমান গনি, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ধারা-২০(২) অনুযায়ী ডিএনসিসির প্যানেল মেয়র মনোনয়ন দেয়া হয়েছে।

Share Button