জাতীয় সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 239 বার

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ‘জঙ্গি আস্তানা’ গড়ে তোলা ছয়তলা ভবনটিতে দাউ দাউ করে আগুণ জলছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ভবনের ভেতর থেকে দফায় দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।এর পরই ভবনে আগুণ ধরে যায় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংসের পরিচালক মুফতি মাহমুদ খান এক ব্রিফিংয়ে জানান, জঙ্গিরা ভবনের ভেতরে রাসায়নিক বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে ৫ তলায় আগুন ধরে যায়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।
মুফতি মাহমুদ খান বলেন, ৫ তলার ওই আস্তানায় প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে ফলে আগুন অন্য ভবনে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে পুরুষ-নারী-শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ।
র্যাব সূত্রের দাবি, নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য আব্দুল্লাহ পরিবারের সদস্যদেরসহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি র্যাব।
এরআগে ওই ভবনে থাকা জঙ্গি আব্দুল্লাহ, তার সহযোগী ও পরিবারের সদস্যরা আত্মসমর্পণে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছিলেন র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
রাত সাড়ে ৮টার মধ্যে আত্মসমর্পণের কথা থাকলেও কেউ আত্মসমর্পণ করেননি। সময় পেরিয়ে যাওয়ার পরেই ভবনের ভেতর থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ ভেসে আসে।
প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র্যাব। আটককৃত দুই সহোদর হলো মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুসসালামের ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।
Leave a Reply