আইপিএল সতীর্থের জন্মদিনে তার হাতেই বধ হয়ে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়া দলের অন্যতম ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

বুধবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শতক হাঁকানোর পর আরও বিধ্বংসী হয়ে উঠছিলেন ওয়ার্নার।

এসময় তাকে ফেরাতে মুস্তাফিজকে ডেক নেন অধিনায়ক মুশফিক।

শেষ পর্যন্ত আইপিএল সতীর্থ ওয়ার্নারকে ১২৩ রানে ফেরত পাঠান বার্থডে বয় মুস্তাফিজুর রহমান। ৩৬২ বল খেলে এই রান সংগ্রহ করেন ওয়ার্নার।

এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তিন শতাধিক রানের সংগ্রহ গড়ে। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল ফাইটিং একটা স্কোরই সামনে পেল অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান যে এসব স্কোর পাত্তা দেন না, শতক তুলে তাই বুঝিয়েছেন তিনি।

বুধবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে মাঠে নেমেই দুই ব্যাটসম্যানের তড়িঘড়ি ছিল রানের চাকা ঘোরানোর। এ অবস্থায় ১৪৪ বলে ৮২ রান করেই সাকিবের সরাসরি থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন হ্যান্ডসকম্ব। তবে ধৈর্য ধরে মাঠে থেকে নিজের শতক আদায় করে নেন ওয়ার্নার। ২০৯ বল খেলে শতক তুলে নেন তিনি। এটা তার ক্যারিয়ারের ২০তম শতক।

৯১ ওভার শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ৩০৫ রান। গ্ল্যান ম্যাক্সওয়েল ২১ ও কার্টরাইট ৬ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে সকালের সেশন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিন শেষে টাইগারদের করা ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান করেছিল অজিরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহকে বড় করতে মাঠে লড়েন অধিনায়ক মুশফিক (৬৮), সাব্বির রহমান (৬৬) ও নাসির হোসেন (৪৫)। এই ইনিংসে বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ৯ ও সাকিব ২৪ রান করেন। সৌম্য সরকার করেন ৩৩ রান।

অজি বোলার নাথান লায়ন ৭ ও অ্যাস্টন আগার ২টি করে উইকেট নেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের পর চট্টগ্রামেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন মুশফিক-সাকিব-তামিমরা।

Share Button