দেশের মাটিতে ক্রিকেটের অন্যতম বড় আসর বিপিএলে এবার সিলেটের হয়ে মাঠে নামবেন ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন।

নাসিরকে দলে অন্তুর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্সের ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ।

এর আগে নাসির ঢাকা ডাইনামাইটসের হয়ে বিপিএলে মাঠ কাঁপিয়েছেন।

গত আসরে অংশ না নেয়া সিলেটের এবার মালিকানায় পরিবর্তন এসেছে। পরিবর্তন করা হয়েছে দলের নামও। নতুন নাম ‘সিলেট সিক্সার্স’। দলের দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর ছেলে ও ক্রীড়া সংগঠক শাহেদ মুহিত।

বিপিএলের এবারের আসরে সিলেটের আইকন খেলোয়াড় হিসেবে থাকছেন সাব্বির রহমান। নতুন দল হিসেবে সিলেট সিক্সার্সকে প্লেয়ার্স ড্রাফটের ক্রিকেটারদের তালিকা থেকে তিনজন ক্রিকেটার বাছাই করার সুযোগ দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

সে সুযোগেই গত দুই আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা নাসিরকে দলে টানে সিলেট সিক্সার্স । এছাড়া দলে নেয়া হয় রাজশাহী কিংসের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। দলে রয়েছেন গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলা স্পিনার তাইজুল ইসলামও।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবার সিলেটের হয়ে মাঠ মাতাবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, লিয়াম ডসন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।

আর দেশি ক্রিকেটারদের মধ্যে অলক কাপালি, আবুল হাসান রাজুকেও দলে নিয়েছে নতুন রূপে আসা এই দলটি।

Share Button