খেলাধুলা | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 243 বার

সুপার ঈগল নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় বিশ্বকাপ খেলার বাছাই থেকে থেকে ছিটকে পড়লো আফ্রিকার অদম্য সিংহ ক্যামেরুনের।
সোমবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ড্র করে তারা।
ক্যামেরুনের স্টেডে অমনিস্পোর্টে অনুষ্ঠিত খেলার ৩০ মিনিটেই গোলের সূচনা করেন নাইজেরিয়ার মোসেস সিমোন।
খেলার ৭৫ মিনিটে ক্যামেরুনের হয়ে ভিনসেন্ট আবু বকর পেনাল্টি থেকে গোলটি শোধ করে দেন। তাতে ১ পয়েন্ট ভাগাভাগি হলেও কোনোই লাভ হয়নি ক্যামেরুনের। কারণ মাত্র তিন দিন আগে (১ সেপ্টেম্বর) নাইজেরিয়ার মাঠে খেলতে গিয়ে ৪-০ ব্যবধানে হেরেছিল ক্যামেরুন। ওইদিনই বি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলে নাইজেরিয়ানরা।
বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকান অঞ্চলে ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে নাইজেরিয়া। একই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাম্বিয়া এবং ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ক্যামেরুন। ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আলজেরিয়া।
Leave a Reply