বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার ভোরে চট্টগ্রামের আকাশ পরিষ্কার থাকলেও সকাল সাড়ে ৮টার পর থেকে আকাশের রূপ বদলে যায়। পরে সকাল সাড়ে ৯টায় বৃষ্টি শুরু হয়।

এই বৃষ্টির ফলে আপাতত তৃতীয় দিনের খেলা সাময়িক বন্ধ রয়েছে।

তবে ড্রেনেজ সিস্টেম ভালো থাকায় বৃষ্টি থামার পরপরই খেলা শুরু করা যাবে বলে মনে করছেন মাঠসংশ্লিষ্ট কিউরেটররা।

এর আগে মঙ্গলবার প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন অজিরা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের পর চট্টগ্রামেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন মুশফিক-সাকিব-তামিমরা।

Share Button