প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টের উইকেট একেবারে আলাদা। এই উপলব্ধি অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেম্যানের। এদিকে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিন শেষে এগিয়ে তারা। নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটসম্যানরাও ভালো করছেন।

মঙ্গলবার লেম্যান বলেন, ‘প্রথম টেস্টের চেয়ে এখানে একেবারে আলাদা উইকেট। ব্যাটিংয়ের জন্য ভালো। তাই বলে এই উইকেট আমাদের পছন্দ হয়নি। এখানে বাংলাদেশ কী চায় সেটাই মুখ্য বিষয়। তারা প্রথম টেস্টে টার্নিং উইকেটে আমাদের হারিয়েছে। সামনে যদি স্পিনাররা ভালো করে তাহলেও আমাদের ব্যাটসম্যান রান করার চেষ্টা করবে।’

ওয়ার্নারকে আউট করার জন্য বাংলাদেশ দু’বার সুুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এ নিয়ে আর ভাবতে চান না অসি কোচ। তিনি বলেন, ‘কেউ ইচ্ছা করে সুযোগ নষ্ট করে না। আমরাও তাদের ইনিংসের শুরুতে কয়েকটি সুযোগ নষ্ট করেছি। সুযোগ আসবে, সবগুলোই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আশা করছি আগামীকাল (আজ) আমরা আরও অনেক রান করব। এরপর দ্রুত তাদের উইকেট নিতে চাইব। সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’ বাংলাদেশ ১১৩.২ ওভারে ১০ উইকেট হারিয়েছে। অস্ট্রেলিয়া ৬৪ ওভার শেষে মাত্র দুই উইকেট হারায়।

এতে অবাক হয়েছেন কিনা জানতে চাইলে অসি কোচ জানান, ‘তারা উইকেট নেয়ার জন্য চেষ্টা করেছে। সাকিব অবশ্যই প্রথম টেস্টে ভালো বোলিং করেছে। কিন্তু এটা আমাদের কাছে আরেকটি ম্যাচ। আমরা আমাদের অবস্থান ঠিক রাখার চেষ্টা করব।’ উপমহাদেশে স্পিনাররাই সব সময় রাজত্ব করে থাকেন। বাংলাদেশে এসে নাথান লায়নও দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। আগের ইনিংসে ছয় উইকেট নেয়ার পর চট্টগ্রামে নিলেন সাতটি। এই স্পিনারের প্রশংসা করে লেম্যান বলেন, ‘সে অসাধারণ বোলিং করেছে। এই কন্ডিশনে দিন দিন আরও ভালো করছে লায়ন। ভেরিয়েশন পরিবর্তন করে আরও উন্নতির পথে হাঁটছে। সে যেভাবে এই কন্ডিশনে ভালো করে যাচ্ছে তাতে আমি সত্যিই খুশি।’

Share Button