• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন

ম্যাচে ফিরতে একটি ভালো সেশনের অপেক্ষায় নাসির

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উইকেট না নিতে পারা ও টাইগার সদস্যদের ফিল্ডিং মিসের মহড়া ছাড়িয়ে তৃতীয় দিনে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন দলের অন্যতম অলরাউন্ডার ও ফিনিশার খ্যাত নাসির হোসেন।

দ্বিতীয় দিনের পারফরম্যান্সে বাংলাদেশকে পিছিয়ে রেখে নাসির মনে করেন, একটি ভালো সেশনেই ম্যাচে ফিরতে পারেন তারা।

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোর ২২৫/২। অর্ধশতক করে অপরাজিত ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন শতরানের জুটি।

এ অবস্থায় নাসির মনে করেন, ঘুরে দাঁড়াতে বুধবার তাদের দারুণ কিছু করতে হবে।

তিনি বলেন, “আমরা এখনো ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা, এখানে আপনি নিশ্চিত করে কিছুই বলতে পারবেন না। টেস্টে এক-দেড় ঘণ্টায় অনেক কিছু বদলে যায়।”

টাইগার বোলারদের সামর্থ্য নিয়ে নাসির বলেন, বোলাররা খারাপ করেনি। আপনারা যদি দেখেন, ওয়ার্নার এতো ধীরে ব্যাটিং করে না। কিন্তু আজ করেছে, মানে আমরা বোলিং ভালো করেছি। শুধু উইকেট পড়েনি।

খেলার এখনও অনেক বাকি। ধৈর্য ধরে নিজেদের কাজটা করে যেতে সতীর্থদের তাগিদ দেন নাসির।

প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন নাসির। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দলের জন্য প্রয়োজনীয় ৪৫ রান তুলে অর্ধশতকের জন্য ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাসির। দ্বিতীয় ইনিংসে আরো ভালো কিছু করবেন নাসির, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ