• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

হিলি বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে শুক্রবার থেকে আমদামি-রফতানি কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে।

প্রথমে ৭ দিন ছুটির সিদ্ধান্ত হলেও বন্যার পরে জরুরি আমদানি-রফদানি কার্যক্রম বেড়ে যাওয়ায় ছুটি ২ দিন কমিয়ে ৫ দিন করা হয়েছে।

তবে ইমিগ্রেশন চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শুক্রবার ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদামি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

তিনি বলেন, ঈদের কারণে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম প্রথমে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও বন্যার কারণে দুদিন ছুটি কমিয়ে আনা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আফতাব হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো বাধা নেই। ঈদের দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা চেকপোস্ট চালু থাকবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page