রাজনীতি | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 252 বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। মিয়ানমারের সঙ্গে মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, ইন্দোনেশিয়া-তুরস্কসহ অনেকেই সাহায্যে এগিয়ে আসছে। কিন্তু বাংলাদেশ সরকার তাদের একটু সাহায্য করার পরিবর্তে সীমান্তে বন্দুক তাক করে রেখেছে তাদের ফেরত পাঠানোর জন্য।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে আমাদের ওপর যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল, তখন ভারত আমাদের আশ্রয় দেয়ায় বেঁচে গেছি। আর আমরা এখন রোহিঙ্গাদের দিকে বন্দুক তাক করে আছি, যেন তারা আসতে না পারে।
মঙ্গলবার বিকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে হবে আন্তর্জাতিকভাবে। সরকারের উচিৎ এই ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া। সরকারের বসে থাকলে চলবে না।
Leave a Reply