চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবরাবাজার এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তৌহিদুল ইসলাম (৩২) নামে এক নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের মাহিদুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার ধোবরাবাজার এলাকায় একটি ব্রিজের ওপর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ নব্য জেএমবির সক্রিয় সদস্য তৌহিদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

Share Button