সারাদেশ | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 258 বার

জাতীয় মাছ হলেও ইলিশের দাম আকাশছোঁয়া। তাই ইলিশ কিনতে গিয়ে ক্রেতাকে সব সময় পড়তে হয় বিড়ম্বনায়। সেই বিড়ম্বনা এবার বাড়িয়ে দিয়েছে এক প্রতারক। ওজন বৃদ্ধি করতে ইলিশ মাছের ভেতরে লোহা ঢুকিয়ে এক নতুন কৌশলের অবতারণা ঘটেছে বরগুনা জেলায়।
গত ৩ সেপ্টেম্বর বরগুনার আবদুল কাদের সড়কের বাসিন্দা অ্যাডভোকেট নাজমুল আহসান সোহেল ১১শ টাকা দরে ২ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী কামালের কাছ থেকে।
কিন্তু বাড়ি গিয়ে মাছ কোটার সময় মাছের পেটের ভেতরে লোহার রড দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক গণমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন- ‘বরগুনা মাছ বাজারে নতুন কৌশলে প্রতারণা। গতকাল (০৩|০৯|১৭) বরগুনা মাছের বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনি, যার ওজন ছিল ২ কেজি ২০০ গ্রাম। ১১শ টাকা কেজি। মাছ দুটি কাটতে গেলে দেখা যায় মাথার মধ্যে বড় আকারের লোহার টুকরা ঢুকানো। এভাবে মাছ ব্যবসায়ীরা নতুন কৌশলে প্রতারণা করছে।’
অবশেষে সোমবার ধরা পড়েন ওই মাছ বিক্রেতা। তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply