নরসিংদীর মাধবদীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাধবদী উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মাধবদী হাসপাতাল ও নরসিংদী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।